নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ২ আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১ মার্চ) গভীর রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতাউর রহমানের নির্দেশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী হলেন- নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাও গ্রামের আমজাদ উল্লার ছেলে রিপন আহমেদ। মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামি হলেন- উপজেলার ভাটি শেরপুর এলাকার মৃত রাজু হোসের ছেলে আজমান হোসেন। ওপর আসামি হলেন- মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার শৈলা রামপুরের জামাল মিয়ার ছেলে শফিকুনুর ওরপে শফিকুল।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী রিপন আহমেদ দীর্ঘদিন ধরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকের রমরমা ব্যবসা করে আসছিলেন। পুলিশের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের কান্দিগাও এলাকায় অবস্থিত গালিব নূর পেট্রোল পাম্পের নিকট থেকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে ইয়াবা ব্যবসায়ী রিপনকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে থানার এসআই সুজিত চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ ভাটি শেরপুর এলাকায় অভিযান চালিয়ে (জিআর ৭৫/১০) মামলা নং ১৭ (৩) ১০ এর মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আজমান হোসেন এবং আরেকটি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি শৈলা রামপুর এলাকার শফিকুনুর ওরপে শফিকুলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ৩ জনকে আজ বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান বলেন, মাদক এবং ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোন ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।