ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী শুক্রবার সকাল ৯টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার থেকে বিএনপি জোটের ৭২ ঘণ্টার হরতাল ঘোষণার পর শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা পেছানোর কথা জানান মন্ত্রী।
রোববার এসএসসিতে গণিত (আবশ্যিক), দাখিলে ইংরেজি (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ইংরেজি প্রথম পত্র, এসএসসি ভোকেশনালে রসায়ন বিজ্ঞান-২ (১৯২৬) (সৃজনশীল), রসায়ন বিজ্ঞান-২ (৮১২৬) (সৃজনশীল/সাধারণ) এবং ভোকেশনাল দাখিলে রসায়ন বিজ্ঞান-২ (১৭২৬) (সৃজনশীল) ও রসায়ন বিজ্ঞান-২ (৮৫২৬) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এবারের এসএসসি পরীক্ষায় সারাদেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২ তারিখ এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি জোটের লাগাতার অবরোধের সঙ্গে হরতালের কারণে প্রথম থেকেই বিঘ্নিত হচ্ছে এসএসসি পরীক্ষা। শিক্ষামন্ত্রী কয়েকবার হরতাল না দেয়ার অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি আন্দোলনে থাকা ২০ দলের নেতারা।
এই জোটের হরতালের কারণে এরআগে ২, ৪, ৮, ১০ ও ১২ ফেব্রুয়ারির নির্ধারিত ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছাতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা শুরুর পর থেকেই হরতালের কারণে শুধুমাত্র শুক্র ও শনিবার পরীক্ষা নিতে পেরেছে কর্তৃপক্ষ।