চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারঘাট উপজেলার ঐতিহ্যবাহী আমুরোড আখঞ্জী দরবার শরীফের ৪০তম ওরশ মাহফিল উপলক্ষে সুন্নি মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ আসর থেকে সারা রাতব্যাপী উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন, বিশিষ্ঠ পুঁথি সাহিত্যিক ও লিখক পীরে তরীক্বত মুর্শিদুনা শাহ্ সুফি হযরতুল আল্লামা শামছুদ্দিন আখঞ্জী (রহ:) এর ৪০’তম ঐতিহাসিক ওরশ মোবারক ও ইমাম আহমদ রেযা-শাহ শামছুদ্দিন আখঞ্জী (রহ:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সুন্নি সম্মেলন, দরবার শরীফের গদীনশীন পীর আলহাজ্ব মাও: শাহ জালাল আহমদ আখঞ্জীর সভাপতিত্বে ও মাদ্রসার শিক্ষক মাও: ওমর ফারুক চৌধুরী পরিচালনায় অনুষ্টিত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অধ্যক্ষ মুফতি আবু জাফর রেদওয়ান রযভী।
বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী, মাওলানা হাজী আব্দুল মান্নান জেহাদী, মাও: নেছার আহমদ আলক্বাদরী, মাও: মো: আব্দুল আলী, পীরজাদা মাও: শাহ্ নাছির উদ্দিন আখঞ্জী, মাও: শহিদুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক মাও: আব্দুল আলী,সাংবাদিক এস এম সুলতান খাঁন, এম এ বাতিন ও এম এস জিলানী আখঞ্জী প্রমূখ।