আমি খুঁজেছি আর পেয়েছি আধুনিকতা
ভাষার বৃক্কীয় রূপ হাই,হ্যালো নানান কথা।
আমি খুঁজে পেয়েছি আধুনিকতা
ইভটেজিং নামক নরপশু যৌন বর্বরতা।
পেয়েছি খুঁজে আধুনিকতা
বীরপুরুষের তুচ্ছরূপে নারী আঁচলে লুকাই মাথা।
আধুনিকতা,, হে আধুনিকতা
কলেজ কে আজ পার্ক
পার্কে আজ পতিতালয় বানানোর কথা।
আধুনিকতা কি আমরা কি বুঝি?
আমার জন্মসূত্র অস্বীকার করার জন্য আধুনিকতার বায়না
খুঁজি।
আমার সংস্কৃতিচর্চা আজ প্রাচীনতা
দেহচর্চা কুসংস্কার আজ আধুনিকতা।
আজ পিছুটান আমার গাঁয়ের বালিকাবধূ
পরিবার পরিজন স্বামী শ্রদ্ধা জানে শুধু।
তাঁরা জানেনা পরপুরুষের হস্তে যৌবন বিলানো আধুনিকতা
জানেনা হোটলে ক্লাবে মদের নেশা মিষ্টি তৃপ্তিকর কথা।
শীতলপাটি মায়া খাঁটি পান সুপারি চিবিয়ে করে ঠোট লাল
আজ তাঁদের মিষ্টি কথাকলি আধূনিক সমাজে লাগে জ্বাল।
হে নবীন হে তরুণ -তরুণী
বর্জন কর অর্জন কর আপন সৃষ্টি কাহিনী।