রাকিল হোসেন নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে আগামীকাল মঙ্গলবার আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজ্জাম্মেল হক।
মহান মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ও (নবীগঞ্জ-বাহুবল) হবিগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীরপ্রতিক মাহবুবুর রব সাদী’র স্মরণে মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বীরপ্রতিক মাহবুবুর রব সাদী’র শুভাকাঙ্খীবৃন্দরে আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে ।
এর আগে সোমবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজ্জাম্মেল হক ২দিনের সফরে সিলেটে আসেন। পরে সোমবার মন্ত্রী বিকাল ৩টায় মোহাম্মদ আলী জিমনেশিয়াম মিলনায়তনে লন্ডন ১৯৭১ শিরোনামে সিলেট বিভাগীয় আলোকচিত্র প্রদর্শনীতে এবং সন্ধ্যা ৬টায় বেঙ্গল সাংস্কৃতি উৎসব অনুষ্টানে যোগদেন । এরপর মঙ্গলবার মন্ত্রী বীরপ্রতিক মাহবুবুর রব সাদী’র স্মরণ সভায় যোগদানের পর বিকালে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।