চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী সাতছড়ি জাতীয় উদ্যানে রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। শনিবার সকালে একাডেমী ক্যাম্পাস থেকে একটি বাসে শিক্ষার্থী, অভিভাবক, বিশেষ ব্যক্তি ও শিক্ষক-শিক্ষিকা সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্য রওনা দেন। উদ্যানে মধ্যহৃ ভোজন শেষে এক র্যা ফেল ড্র এর আয়োজন করা এবং পুরষ্কার বিতরণী শেষে বিকেলে গন্তব্য স্থানে পৌছা হয়। শিক্ষা সফরে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ নতুনব্রীজস্থ গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের প্রতিষ্টাতা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার মিয়া, গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের প্রতিষ্টাতা পরিচালক ও হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সদস্য মোঃ ত্জাুল ইসলাম, মাধবপুর হাজী জোবেদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব রমজান আলী লন্ডনী, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সদস্য ও দুর্গাপুর আলোর পথে ইসলামী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন, রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর প্রতিষ্টাতা অধ্যক্ষ সাংবাদিক এস আর রুবেল মিয়া, একাডেমীর সহকারী শিক্ষিকা মোছাঃ সালমা আক্তার, মোছাঃ সুবেদা আক্তার, মোছাঃ শেফা আক্তার, মোঃ সাইদুল ইসলাম সুজন ও মোছাঃ আজিদা আক্তার। অভিভাবকদের মাঝে উপস্থিত ছিলেন মোছাঃ জেবিন্নাহার, আম্বিয়া খাতুন, মোছাঃ লিপি আক্তার, মোছাঃ আরিছা আক্তার ও মোছাঃ শিউলি আক্তার। র্যাআফেল ড্র এর পুরষ্কার বিজয়ীদের হাতে তুলে একাডেমীর অধ্যক্ষ ও উপস্থিত অতিথিবৃন্দ।