চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আয়োজিত হবিগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন চুনারুঘাটের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ জামাল আহমদ। গতকাল শনিবার হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা শিক্ষা অফিসার জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৭ আয়োজিত হবিগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে শেখ জামাল আহমদকে তার যোগ্যতা, কর্মদক্ষতা ও অভিজ্ঞতার বিচারে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।