প্রেস বিজ্ঞপ্তি : চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের কালা মন্ডল গ্রামের মাহবুব আলম ওরফে ময়না মিয়া (৪২) নামের এক ব্যক্তি গত ১৯ ফেব্রুয়ারী রোববার উপজেলার আমুরোড বাজার থেকে নিখোঁজ হয়েছেন। তার বাবার নাম আলম মুন্সী। তার গায়ের রং ফর্সা। লম্বা ও হ্যাংলা গড়ন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রংয়ের শার্ট, কাল রংয়ের জাম্পার ও চেক লুঙ্গী। তার শাররিক ও মানসিক অবস্থা স্বাভাবিক। এই মর্মে চুনারুঘাট থানায় একটি জিডি রয়েছে,নং ১৩০৫।