বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে বেদে পল্লীতে আগুন দিয়ে তাবু জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নারী-শিশু সহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার মিরপুর বাজারের তিতারকোণা বেদে পল্লীতে এ ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সাপুরে ডালিম ও তার স্ত্রী রেহেনা তাদের দুই শিশু পুত্রকে নিয়ে তাবুর ভিতরে শুয়ে ছিলেন। রাতের কোন একসময় কে বা কারা তাবুতে আগুন ধরিয়ে দেয়। ভোর ৪ টার দিকে আগুনের শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়লে তাবুর ভিতরে থাকা ডালিম আঁচ করতে পেরে ঘুম থেকে উঠে শিশুদেরকে নিয়ে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে পল্লীতে থাকা লোকজনসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এরই মধ্যে ঘরে থাকা জিনিষপত্র সহ তাবুটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ডালিমের শিশুসহ ৪ জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বেদে পল্লীর সর্দার আব্দুল মোতালিব জানান, অল্পের জন্য রক্ষা পেয়েছে ডালিমের পরিবার। আমরা তো কারও ক্ষতি করি না, দূর্বৃত্তরা কেন আমাদের এই ক্ষতি করছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবী করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি নাশকতা। সকালে খবর শুনে ঘানাস্থলে পুলিশ পাঠিয়েছি।