চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের মমিনপুর জামে মসজিদের উদ্যোগে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর থেকে মমিন গাজী (রঃ) মাজার সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে সৈয়দ মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে ও সৈয়দ বজলুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন কচুয়া দরবার শরীফের বর্তমান শাজ্জাদানশীন পীরজাদা মাওলানা আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন মাওলানা শফিকুল ইসলাম, উবাহাটা দরবার শরীফ, মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা আব্দুল মোমিন ও মাওলানা জসিম উদ্দিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাংবাদিক এস.এম সুলতান খান ও সৈয়দ শাকিল আহমদ প্রমুখ।