মাধবপুর থেকে সংবাদদাতা : ঢাকা-সিলেট রেলওয়ের আখাউড়া সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেল স্টেশনের অদূরে পরমানন্দপুর এলাকায় পারাবত ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে এক কাঁচামাল ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর বাজারের পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের দিলীপ চন্দ্র রায়ের ছেলে জনি চন্দ্র রায় (২৫) শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উল্লেখিত এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসেম খন্দকার ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্ত্রীর সাথে অভিমান করে জনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।