নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সাব রেজিষ্টার অফিসের মুহুরি তোফাজ্জুল হোসেনসহ জালিয়াত চক্রেও ৪ জনকে গতকাল বিকালে হবিগঞ্জ সিআইডি পুলিশ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগ রয়েছে বলে জানাগেছে। এদিকে জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের খবরে নবীগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জ সিআইডি পুলিশ জানায়, নবীগঞ্জ সাবরেজিষ্টার অফিসের মুহুরি তোফাজ্জুল হোসেন এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে দলিল জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় জালিয়াত চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে মুহুরি তোফাজ্জুল হোসেন, উপজেলার আউশকান্দি ইউনিয়নের রোদ্রপুর গ্রামের শরিফ উল্লার পুত্র শমসের আলী, সদরাবাদ গ্রামের আক্তার মিয়ার পুত্র আনোয়ার মিয়া ও আব্দুল আহাদের পুত্র আব্দুস সামাদ। সিআইডির ইন্সপেক্টর জুয়েল আহমদের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার হবিগঞ্জ সিআইডি অফিসে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার হবিগঞ্জ আদালতে হাজির করা হবে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে সিআইডির ওসি জানান। এ ব্যাপারে সিআইডির এ এস পি বসু দত্ত চাকমা বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।