নবীগঞ্জ প্রতিনিধি : অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নবীগঞ্জ টাউন ক্লাবের নিয়মিত আয়োজন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
একুশে ফেব্রুয়ারি সকাল ১০ টায় নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জনাব সাবির আহমেদ চৌধুরী ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৭ নং করগাও ও ৮ নং নবীগঞ্জ ইউ পি এর সাবেক সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা জাসদের সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী, নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হোমল্যান্ড আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ডাঃ তাপস আচার্য্য, আব্দুল আহাদ সাদী, নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন প্রমুখ ।
ডাঃ তাপস আচার্য্য ও কলেজ শিক্ষার্থী বিপ্লবী রায়ের রক্তদানের মাধ্যমে কর্মসুচীর সূচনা ঘটে । দিনব্যাপী উক্ত কর্মসুচীতে, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য জনাব আব্দুল মালিক, উপজেলা বিএনপি নেতা তৌহীদুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুকিতউল ইসলাম, ছাত্রদল নেতা মুশাহিদুল আলম মুরাদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিশন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক লোকমান খান, যুগ্ন আহবায়ক আলহাজ গোলাম রসুল চৌধুরী রাহেল, কৃষক লীগ নেতা আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য আক্তারুজ্জামান কমল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুনায়েম চৌধুরী, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খোশেদ আলম মফিজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পরিদর্শন করেন ।
আনন্দ নিকেতন এর সভাপতি প্রনব দেব, সাবেক সভাপতি কাঞ্চন বনিক, সাধারন সম্পাদক ( ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর বখত চৌধুরী, অর্থ সম্পাদক জীবেশ গোপ, কীর্তি নারায়ন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়জুর রব পনি, অনলাইন ব্লাড একটিভিস্ট আবুল কাশেম চয়ন, পারভেজ মিয়া, নাসের ইকবাল, হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান চৌধুরী হাবিব, হুমায়ুন প্রমুখ কর্মসুচিটি সার্বিক তত্তাবধান করেন ও স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োজিত ছিলেন ।
কর্মসুচীকে ঘিরে নবীগঞ্জের তরুন সমাজের মাঝে ব্যাপক আগ্রহ ও কর্ম চাঞ্চল্য লক্ষ্য করা যায়। উৎসব মুখর পরিবেশে ১০০ জন রক্তদাতা ঐ কর্মসুচীতে রক্তদান করেছেন ।
নবীগঞ্জ গণ পাঠাগার ও মুজিব জাহান রক্ত কেন্দ্র, সিলেট’র সহযোগিতায় অনুস্টিত উক্ত রক্তদান কর্মসুচির সমন্বয়ক হিসাবে ছিলেন নবীগঞ্জ টাউন ক্লাবের সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল ।
নবীগঞ্জ টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী মিজানুর রহমান চৌধুরী শামীম ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মাহফুজুর রব রনি উক্ত কর্মসুচীকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।