শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় দুর্বৃত্তদের ইটের আঘাতে ট্রাক চালক রুবেল মিয়া (৩০) ও হেলপার রাকিব মিয়া (২৭) আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা জানান- সিলেটের জাফলং থেকে পাথর বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-১৮-১৫৫৯) গতকাল বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত সাড়ে ৯টার দিকে ট্রাকটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। চালক ও হেলপার আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। আহতরা হলেন- কুমিল্লা জেলার বরমপুর উপজেলার আদমপুর গ্রামের আশিক আলীর পুত্র ট্রাক চালক রুবেল মিয়া (৩০) ও একই জেলার হারামপুর গ্রামের সুলতান মুন্সীর পুত্র হেলপার রাকিব মিয়া (২৭)। এদিকে ঘটনার তাৎক্ষনিক খবর শুনে শায়েস্তাগঞ্জ হাইওয়ের থানার ওসি এজাজুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।