সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারস্থ বাসচাপায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশু আকাশ মিয়া (১০) কিশোরগঞ্জ জেলার পূর্ব অষ্টগ্রাম গ্রামের আয়াত আলীর পুত্র।
জানা যায়, নিহত আকাশ মিয়া উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিল।
বুধবার বেলা ২টার দিকে স্থানীয় আউশকান্দি বাজার থেকে বাড়ির ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের হীরাগঞ্জ বাজারস্থ পৌছা মাত্র ঢাকাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহি বাস দ্রুত গতিতে এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে ঘাতক গাড়িটি আটক করা যায়নি দ্রুত পালিয়ে যায়।
এসময় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ৪ ঘন্টা যান চলাচল বন্ধ করে রাখে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি, স্থানীয় চেয়ারম্যান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে দেন।