বানিয়াচঙ্গ থেকে সংবাদদাতা: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কদুপুর-নোয়াগাঁও গ্রামে স্বামী পরিত্যাক্তা রেজিয়া বেগম (৩৫) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে এ লাশ উদ্ধার করা হয়। রেজিয়া খাতুন ওই গ্রামের মোসাল্লিন মিয়ার স্ত্রী।
রেজিয়া বেগমের ভাগ্নে আমির হোসেন জানায়, ১০ বছর পূর্বে রেজিয়া তার স্বামীকে তালাক প্রদান করে। এরপর থেকে অতি কষ্টে তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে জীবন যাপন করছিল। সম্প্রতি ব্র্যাকের নিকট থেকে ঋণ নেয় রেজিয়া।
আমির হোসেন আরো জানায়, ঋণ নেয়ার পর থেকে অভাব-অনটনের কারণে ঠিকমত নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারেনি রেজিয়া। যে কারণে ব্র্যাকের কর্মকর্তারা কিস্তির টাকা পরিশোধের জন্য প্রায়ই রেজিয়াকে নানাভাবে চাপ প্রয়োগ করত।
স্থানীয়দের ধারণা, ঋণের জ্বালা সইতে না পেরে রেজিয়া আত্মহত্যা করেছে। এদিকে, রেজিয়ার লাশ ময়নাতদন্তের পর গতকাল শুক্রবার বিকেলেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, রেজিয়ার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পূর্ব পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছেনা।