চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব গাজিউর রহমান গাজীর সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় গত ২০ ফেব্র“য়ারী ১২ তম সুন্নী মহাসম্মেলনে উলামায়ে কেরামগণ বলেন, মুসলমানদের বিভেদ ভুলে ইহুদী নাসারা কর্তৃক বিশ্ব মুসলিমদের নির্যাতন ও গণহত্যা রোধে বিশ্বব্যাপী মুসলিম ঐক্য গড়ে তোলার বিকল্ল নেই।
বক্তাগণ আরও বলেন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ব্যক্তিজীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন সহ সবকিছু পরিচালনার জন্য আহ্বান জানান।
তাই সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। স্থানীয় উত্তর নরপতি জামে মসজিদ সংলগ্ন ময়দানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মাওঃ ফরিদ উদ্দিন মাসুক এর সভাপতিত্বে ও মোঃ খালেদুর রহমান খালেদ, মোঃ আলাউর রহমান পাভেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সুন্নী মহাসম্মেলনে প্রধান মোফাচ্ছির হিসেবে বয়ান করেন শায়েখ আল্লামা আলহাজ্ব আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী (চাঁদপুর)।
বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, মাওলানা ওয়াহিদ উদ্দিন (কুমিল্লা), মাওলানা জামাল উদ্দিন মুন্সী (বাহুবল) প্রমুখ। উক্ত সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এডভোকেট মোঃ মিজানুর রহমান, যুক্তরাজ্যস্থ চুনারুঘাট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্ট্রের চেয়ারম্যান দুবাই প্রবাসী মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক এস.এম সুলতান খান প্রমুখ।