মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মিলটন বিশ্বাস। তিনি উপজেলা সদরের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুলের গণিত শিক্ষক।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষ্যে আজ সোমবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি শ্রেষ্ঠ শিক্ষক ছাড়াও দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুল শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ঐ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাদিকুল আমীন শ্রেষ্ঠ স্কাউট এবং অষ্টম শ্রেণীর ফারিহা জাহান রিফাত শ্রেষ্ঠ গার্লস গাইড নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ শিক্ষক মিলটন বিশ্বাস ১৯৯৯ সালে এসএসসি পরীক্ষায় নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় প্রথম স্থান অর্জন করেন। তিনি নেত্রকোণা সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসএস, সিলেট এমসি কলেজ থেকে গণিত বিষয়ে (অনার্স) সহ প্রথমে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ করেই তিনি সিলেট ইডেন গার্ডেন স্কুল এন্ড কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।
২০১৩ সন থেকে তিনি বাহুবল উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন মডেল হাইস্কুলে সুনামের সাথে শিক্ষকতা করছেন।