তুমি এসেছো বলে
কবি কামাল আহমেদ
আজি এ বসন্ত দিনে
তুমি এলে দ্বারে দীনহীনে,
এ বাড়ির সুশীতল ছায়াতলে
তুমি এসেছো বলেঃ
কৃষ্ণচুড়া- পলাশবনে
পাখিদের কুহুতানে,
বাসন্তী দূতী এলো তবে
সুখ যামিনীতে সুখমেলা হবে ।
আম্রকুঞ্জে এসেছে মুকুল
তরুশাখে শাখে রচিয়াছে ফুল,
পুরনো বটের ঝিলিমিলি ছায়
পাখি আর গান-ওকি সুন্দর
আমার এ শ্যামল বরণী গাঁয় ।
আসিয়াছ বলে প্রিয়
এতো খুশি লাগে ,
এতো বাঁশী বাজে,
বড় অনুরাগে,
অধীরা অনিল থেকে থেকে রাজে ।
তুমি এলে বলে-আমার
সেচ্ছাচারি নটরাণী এলোকেশী নাচে,
যথা খুশি রাগে অনুরাগে
কবিতার জলসা ঘরে পরকীয়া যাচে ।
আমার প্রণয়িনী (ভাষা) দিবসে কী রাতে,
সাজিয়া বঁধুয়া প্রণয়ের মালা গাঁথে ।
তুমি আসিয়াছ- প্রিয় কথা ,
দেখ চতুরবর্ণ শব্দ মিছিল ,
দেখ সুখ অনাবিল ,
তুমি আমার স্বাধীনতা ।
লেখক : কামাল আহমেদ
ত্রৈমাসিক “আমাদের গল্পকথা”র সহ-নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ।
কর্ম জীবনে তিনি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ।