নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।
রবিবার হবিগঞ্জ সদর উপজেলার পইলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূর তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসবে স্থানীয় ভক্তবৃন্দের আমন্ত্রণে পরিদর্শনকালে এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সারাদেশে রাস্তাঘাটে উন্নয়নের পাশাপাশি মসজিদ মন্দিরে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছে। দেশের জনগণ আওয়ামী লীগকে বিশ্বাস করে। আর সেজন্যই তারা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিপুল ভোট জয়ী করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেব শিবু, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর অধিকারী প্রমুখ।