চুনারুঘাট প্রতিনিধিঃ এবারের একুশে বই মেলায় চুনারুঘাটে উদিয়মান তরুণ কবি মোহাম্মদ হুমায়ূন এর বই ” অজান্তে বিশ্বাসের প্রায়শ্চিত্ত” প্রকাশ হয়েছে।তরুণ লেখক হুমায়ূন ছাত্র জীবন থেকেই লোকগীত,কবিতা ও নাটক লেখে যাচ্ছেন।
তার লেখা অনেক কবিতা স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে প্রকাশ হয়েছে।কবি হুমায়ূন ১৯৯১ সালের ১৫ জুলাই চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের সাদ্দাম বাড়িতে জন্মগ্রহান করেন।তার পিতা মরহুম আব্দুন নূর (সাদ্দাম) ছিলেন একজন সমাজসেবক ও দানবীর।
যিনি হাপ্টার হাওর নূর মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ওই এলাকায় একমাত্র হাঠ সাদ্দাম বাজার ও সাদ্দাম বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন।তার ধারাবাহিক লেখার ফসল ২০১৭ ইং এর একুশে বই মেলায় প্রকাশ হল কাব্যগ্রন্থ ”অজান্তে বিশ্বাসের প্রায়শ্চিত্ত”। বইমেলার ৬৩৮/৬৩৯ নং স্টলে তার লেখা বই পাওয়া যাবে।