নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি:
‘‘স্থানীয় সরকার ব্যবস্থাকে স্বশাসিত ও শক্তিশালীকরণ এবং নারী নেতৃত্ব বিকাশে জন প্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ব্র্যাক টিএইচ পি এস এলজি প্রজেক্ট হবিগঞ্জের সহযোগিতায় উক্ত মতবিনিময় সভাপতিত্ব করেন, নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।
জেলা সমন্বয়কারী খান মুহাম্মদ মোজাহিদ ইবনে হাবিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমন্বয় কারী তুহিন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীন।
বক্তব্য রাখেন শাহ গুল আহমদ কাজল, মোনাইম চৌধুরী, উজ্জ্বল, কামাল হুসাইন জনি, মতিউর রহমান মুন্না প্রমূখ।