উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের সোজাপুর গ্রামের ঐতিহ্যবাহী ভৈরব ঠাকুরের গাছতলায় বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন হরিনাম যজ্ঞ ও লীলাকীর্তন গত ১৬ ই ফেব্র“য়ারী বৃহস্পতিবার দুপুরে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত পাঠ,অধিবাসকৃত্যনুষ্টান,অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন হরিনাম যজ্ঞ লীলাকীর্তন, দধিভান্ড ভঞ্জন ও মহন্ত বিদায়।
এতে কীর্তন পরিবেশন করেন সিলেটের শ্রী পঞ্চপ্রদীপ সম্প্রদায়,লাখাইয়ের শ্রী রাসবিহারী সম্প্রদায়,সুনাগঞ্জের শ্রী গোপীনাথ সম্প্রদায়,মহাদেবপুর নওগাঁর শ্রী যুগল সম্প্রদায়।
কীর্তনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সিলেট বিভাগীয় কমিশনারের সিএ সুযোগ চন্দ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের অর্থ সম্পাদক শিক্ষক প্রজেশ রায় নিতন,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,সমাজসেবা সম্পাদক পিন্টু রায়,সুমন তালুকদার ।
এ সময় কীর্তন কমিটির উপদেষ্টা প্রানেশ চন্দ্র পাল, কাজল কৃষ্ণ অধিকারী,সুশীল পাল,মহেন্দ্র রায়,নেপাল রায়,শংকর পাল,উৎসব কমিটির সভাপতি অরবিন্দুৃ দাশ,সহ-সভাপতি নন্দলাল দাশ,যোগেন্দ্র পাল,নৃপেন্দ্র পাল,নিকলেশ দাশ,সাধারন সম্পাদক নৃপেন্দ্র পাল,সহ-সাধারন সম্পাদক রনজিৎ রায়,কেশব পাল,বিশ্বজিত রায়,নুপুর দাশ,সাংগঠনিক সম্পাদক কৌশিক পাল,সহ-সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ দাশ,পানু চন্দ, সংগ্রাম চন্দ,রতন কুমার পাল,রিপন রায়,সাজসজ্বা সম্পাদক সুমন চন্দ্র পাল,রাজু পাল,বিন্দু দাশ,সুমন চন্দ,কোষাধ্যক্ষ রঞ্জন পাল,বেনু পাল,প্রচার সম্পাদক কংকন পদ অধিকারী, সঞ্জয় চন্দ,সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র পাল,নির্মল চন্দ্র পাল,জীবন চন্দ,সুবিনয় পাল,গৌতম দাশ,জয় রায়সহ কীর্তন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।