মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার-ধরমন্ডল রাস্তার কালিকাপুর নামক স্থানে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মোটর সাইকেল দুর্ঘটনায় আজিজুর রহমান (১৪) নিহত ও হৃদয় মিয়া (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন।
মাধবপুর থানার উপ পরিদর্শক(এসআই) মুসলে উদ্দিন জানান, শুক্রবার বিকেলে উপজেলার ছাতিয়াইন গ্রামের আবিদ মিয়ার ছেলে আজিজুর রহমান ও বাঘাসুরা গ্রামের আজগর আলীর ছেলে হৃদয় মিয়া মোটর সাইকেল যোগে ওই সড়ক দিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আজিজুর রহমান মারা যায়। গুরুতর অবস্থায় হৃদয় মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।