হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাদক ব্যবসায়ী কামাল মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৪ কেজি গাঁজাসহ আটক করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ।
শুক্রবার সকাল ৯টায় দিকে উপজেলার বুরুঙ্গা প্রথমপাশা সড়কের সামনে থেকে দুই বস্তা গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটককৃত কামাল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পনারগাও গ্রামের সিরাজুল আলীর ছেলে।
সে হবিগঞ্জ থেকে গাঁজা নিয়ে ওসমানীনগরের ব্যবসায়ীদের নিকট বিক্রি করার জন্য এসেছিল বলে পুলিশ জানায়।
ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ কামালকে আটক করে থানায় নিয়ে আসি। কামালের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।