নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রবি স্পিনার হান্ট কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে দিন ব্যাপি ট্রায়ালে ৯৪জন তরুণ উদীয়মান স্পিনার অংশ গ্রহণ করেন। সেখান থেকে চুড়ান্ত পর্বেও জন্য মনোয়ন পেয়েছেন ১২ জন। এর মাঝে বাম হাতি অপ স্পিনার ৫জন, ডান হাতি অপ স্পিনার ৪জন ও ডান হাতি লেগ স্পিনার ৩জন।
সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে স্পিনার হান্ট কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সফিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আবুল কালাম, ইব্রাহিম খলিল সোহেল, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ক্রিকেট বোর্ডের প্রশিক্ষক রাসেল আহমেদ, সহকারী প্রশিক্ষক নিয়াজ খান ও তুষার তালুকদার।