দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সৌদি আরব গমনেচ্ছু শতশত মানুষ, কেউই কোথাও খুঁজে পেলেন না রেজিস্ট্রেশন করার অফিস।
জেলায় জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর কার্যালয় না থাকায় সৌদি আরব গমনেচ্ছুকদের পোহাতে হচ্ছে চরম বিড়ম্বনা। ফলে ভেস্তে যাচ্ছে স্বল্প খরচে বিদেশে জনশক্তি রপ্তানীর সরকারী উদ্যোগ। জানা যায়, সম্প্রতি স্বল্প খরচে সৌদি আরবে বিপুল সংখ্যক জনশক্তি রপ্তানির উদ্যোগ নেয় সরকার। এ জন্য ঘোষণা দেয়া হয় জেলায় জেলায় গমনেচ্ছুকদের নিবন্ধন করার। কিন্তু বাস্তবে হবিগঞ্জ জেলায় নেই জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর কার্যালয়। যে কারণে প্রতিদিন অসংখ্য সৌদিআরবে গমনেচ্ছুকরা পোহাচ্ছেন বিড়ম্বনা।
বিনা খরচে সৌদি আরব যেতে নিবন্ধনের জন্য নিজ জেলার জনশক্তি অফিসে যোগাযোগের অনুরোধ জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানোর পর ও হবিগঞ্জ জেলায় নেই কোন জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর কার্যালয়।
মাধবপুর থেকে আসা সাকিল আহমদ জানান, ‘ রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয়েছে মাত্র চারদিন। এই সময়ে কিভাবে রেজিস্ট্রেশন করা সম্ভব? আর হবিগঞ্জ জেলায় এই অফিস না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে আমাদের।সাকিল আহমদ আরও বলেন এতদূর থেকে দুই দিন এসেও কিন্তু কাজ হওয়া তো দূরের কথা এই ব্যাপারে কিছুই জানতে পারলাম না।’
এদিকে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে এর জবাব না পেয়ে অনেকেই দৈনিক শায়েস্তাগঞ্জ অনলাইন পত্রিকার অফিসে ফোন করে জানতে চান সৌদিআরব যাওয়ার রেজিস্ট্রেশন কোথায় হচ্ছে।সবারই একটাই প্রশ্ন হবিগঞ্জে রেজিস্ট্রেশন করার কোন অফিস নেই কেন ?আপনারা জানেন কিনা কোথায় এর অফিস। জেলায় রেজিস্ট্রেশন করার অফিস না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচেছ সৌদিআরব যাওয়ার ইচ্ছুক সাধারণ মানুষদের।