উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এডভোকেট সরাজ রঞ্জন বিশ্বাসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও আন্তজার্তিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট রানাদাশ গুপ্ত।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জয়ন্ত কুমার দেব,কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক এডভোকেট দীপঙ্খর ঘোষ,সিলেট বিভাগীয় কমিটির এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, যুগ্ম সম্পাদক প্রদীপ ভট্ট্চার্য্য,হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভু,কেন্দ্রীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বাপ্পা দাশ।
বক্তব্য রাখেন এডবোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মনা দেব,জেলা ছাত্র-যুব ঐব্য পরিষদের আহবায়ক এডভোকেট নারদ গোপ,এডভোকেট মুরালী ধর দাশ,এডভোকেট সুধাংশু ধর,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ পৌর শাখার সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র,দেব,বানিয়াচং উপজেলা কমিটির সাধারন সম্পাদক কাজল চ্যাটার্জীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। সভাপতি শেষে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ প্রত্যেক উপজেলা ও পৌর কমিটির সভাপতি সাধারন সম্পাদক সমন্বয়ে সাবজেক্ট কমিটি গঠন করে এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরীকে সভাপতি,এডভোকেট সরাজ রঞ্জন বিশ্বাসকে সাধারন সম্পাদক করে হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দ পরবর্তীতে পুনাঙ্গ কমিটি গঠন করবেন।