সিলেট প্রতিনিধি : দীর্ঘ ৭ বছর বন্ধ থাকার পর আবারও সৌদি আরবে বাংলাদেশী নাগরিকদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হচ্ছে। সোমবার থেকে শুরু হয়েছে সৌদি আরবে যেতে ইচ্ছুকদের নাগরিকদের নাম নিবন্ধন। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ইতো মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সৌদি আরব যেতে ইচ্ছুক মানুষের মাঝে।
বুধবার ভোর থেকে আম্বরখানাস্থ সোনালী ব্যাংক সিলেট জোনাল শাখায় ভিড় জমেছে হাজারও সৌদি ইচ্ছুক মানুষের। তাদের এ দীর্ঘ লাইন ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশের পাড়া-মহল্লার গলি পর্যন্ত। একি দৃশ্য যেনে জিন্দাবাজার সোনালী ব্যাংকের সামনে।
দীর্ঘ লাইন দেখে অনেকটা হতাশা হয়ে পড়েছেন দাড়িয়ে থাকা অনেকে। আবার অনেকেই বলছেন অনলাইনের মাধ্যমে যদি নাম নিবন্ধনের সুযোগ থাকত তাহলে মানুষের কষ্ট কম হত। পাশাপশি সময় অনেকটা কম লাগত।
এদিকে গত সোমবার সাকালে আম্বরখানাস্থ সোনালী ব্যাংক সিলেট জোনাল শাখায় কার আগে কে নিবন্ধন ফরম সংগ্রহ করবে এ নিয়ে সোনালী ব্যাংকে লোকদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় বিশৃঙ্খলা থামাতে গিয়ে আহত হয়েছেন ওই শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আইয়ূব আলী। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।