মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে : বাহুবলে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুর রহমান (৫৩) নামে এক ব্যক্তির মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোহারুয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার পূর্ব রসুলপুর প্রকাশিত করিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
নিহত আব্দুর রহমান বিভিন্ন স্থানে গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করেন। সকালে উপজেলার গোহারুয়া গ্রামের ইছার উদ্দিনের বাড়িতে তিনি গাছ কাটতে যান। এ সময় তিনি একটি গাছে উঠে ডাল করার সময় উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বদিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।