হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির ট্রাক চালকসহ ৪ জন আহত হয়েছেন ।
শনিবার ভোর রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
জানাযায়,ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলার বিজনারপার নামকস্থানে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাক ঢাকা মেট্রো(ট-১৬৪৮৬৭) ও সিলেটগামী গাছ বুঝাই ট্রাক ঢাকা মেট্রো(ট-১৮০০৯৭) মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয় ৪ জন। এসময় সিলেট মহা সড়কের যানবাহন চলাচল ২ঘন্টা বন্ধ থাকে।
হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ বিমল ভৌমিকের একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলেটগামী গাছ বুঝাই ট্রাকের ভিতর থেকে এক হেলপারকে উদ্ধার করেন ।অপর ২ চালকসহ গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনায় কবলিত ট্রাক দু’টি রেখে পালিয়ে যায়।