চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিকী তাফসীরুল কুরআন সুন্নী মহা-সম্মেলন সমাপ্ত হয়েছে। গত সোমবার থেকে বুধবার ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন সুন্নী মহাসম্মেলন পৌর শহরের দক্ষিন বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দানে শুরু হয়ে রাত ১টায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
চুনারুঘাটের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খান, ও আলহাজ্ব আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে ও মামুনুর রশীদ, মোশাহিদুল ইসলাম, আজিজ ইকবাল, নাসির উদ্দিন চৌধুরীর যৌথ পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক এস.এম সুলতান খান।
তিন ব্যাপী তাফসীরুল কোরআন সুন্নী মহাসম্মেলনে তাফসীর পেশ করেন মোফাচ্ছিরে কুরআন শায়খুল হাদীস আল্লামা আবুল কাশেম নূরী (চট্টগ্রাম), মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মোজাহেদী, মোফাচ্ছিরে কুরআন আল্লামা নূর মোহাম্মদ ছিদ্দিকী (চট্টগ্রাম), মোফাচ্ছিরে কোরআন মাওলানা আলহাজ্ব আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওঃ ছোলাইমান খান রাব্বানী, মাওঃ শাহজালাল আহমদ আখঞ্জী, অধ্যাপক মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ শেখ মোশাহিদ আলী, মাওঃ ইরফান আলী, মাওঃ মুজিবুর রহমান আল-কাদেরী, মাওঃ শেখ জামাল আহমদ, মাওঃ আজিজুর রহমান সোহাগ, মাওঃ কবির আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ ছামাদ, জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওঃ আজিজুল ইসলাম খান, মাওঃ আবুল খায়ের শানু, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইয়াকুত মিয়া, মাওঃ ফজলুল হক, মাওঃ মাষ্টার আমিনুল হক তালুকদার, সাংবাদিক আলহাজ্ব এম.এ আউয়াল, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, সংগঠনের সহ-সাধারন সম্পাদক মোঃ আব্দুল আউয়াল সুমন, মোঃ রহমত আলী, মোঃ উস্তার মিয়া, ও মোঃ আব্দুল মালেক প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথি আল্লামা আবুল কাশেম নুরী জাতীয় সংসদে সুদমুক্ত বিবাহ ফান্ড, যৌতুক বিরোধী আইন পাশ করে দরিদ্র ও অসহায় মেয়েদের বিবাহ প্রদানের ব্যবস্থা করার জন্য সরকারের নিকট আহ্বান জানান। পরে দেশ ও জাতির শান্তি ও পরকালীন মুক্তি কামনা করে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে ৩দিন ব্যাপী তাফসীরুল কোরআনের সমাপ্ত হয়।