নিজস্ব প্রতিনধি :হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে চোরাইভাবে পাচার হচ্ছে লাখ লাখ টাকার কাঠ। শায়েস্তাগঞ্জে বিভিন্ন রোড দিয়ে চোরাই কারবারীরা ভ্যান, পিকআপ, বাস ও রেলপথে পাচার করছে চোরাই কাঠ। শায়েস্তাগঞ্জ থানার পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল হওয়ায় গাছ কেটে পাচার করছে চোরা কারবারীরা। চুনারুঘাট উপজেলার দেউন্দি, শালটিলা, বদরগাজী, শাহজী বাজার, লালচান্দসহ বিভিন্ন বাগান থেকে রাতের আধাঁরে পাচারকারীরা চোরাই কাঠ ভ্যানের মাধ্যমে জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছে। ওইসব চোরাই গাছ শায়েস্তাগঞ্জের বিভিন্ন স’মিলে চিড়াই করে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি রোডে বিভিন্ন বাস ও ট্রাকের মাধ্যমে ব্রাহ্মণবাড়ীয়া ও ঢাকা পাচার করা হয়। মাঝে মাঝে বন বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে পাচারকৃত কাঠ উদ্ধার করে। তার পরও থামছে না গাছ ও কাঠ পাচার। জানা যায়, এর সাথে জড়িত স্থানীয় কিছু গাছ ও কাঠ পাচারকারী চক্র। বেশির ভাগই চোরাইকৃত গাছ ভ্যান গাড়ী দিয়ে রাতের আধাঁরে পাচার করা হয়।