মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকেঃ শায়েস্তাগঞ্জে দিন দূপুরে অর্ধ লক্ষ টাকা মূল্যের চুরি হওয়া ষাঁড় উদ্ধার করেছে স্থানীয় জনতা। পরে ষাঁড়ের মালিকের কাছে হস্তান্তর করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সংলগ্ন চুনারুঘাট থানাধীন কাছিশাইল গ্রামে।
স্থানীয় সূত্রে জানাযায়, ওই গ্রামের আব্দুল হক তার নিজের ষাঁড়টি সকালে বাড়ীর পার্শ্ববর্তী কবরস্থানের উপরে ছড়ানো শেষে বাড়ী যান।
একটু পরে অপরিচিত দুই ব্যক্তি ওই কবরস্থানের রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ষাড়টি দেখতে পেয়ে তারা প্রথমে কবর জিয়ারত করেন। এক ফাঁকে আশে পাশে ওই স্থানে কেউ না থাকায় তারা কৌশলে ষাঁড়টি চুরি করে নিয়ে যায়।
আধঘন্টা পরে ষাঁড়ের মালিক এসে ষাঁড়টি কবরস্থানে দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করতে থাকেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে চুরেরা টের পেয়ে ষাড়টি ঢাকা সিলেট মহাসড়কের পাশে শিমুলতলা নামকস্থানে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ষাঁড়টি ওই স্থান থেকে উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।