বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুরে আব্দুল মন্নাফ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র মাদ্রাসা থেকে হেফজ সমাপ্তকারী হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়েছে।
গত ৭ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার রাতে অনুষ্ঠিত নূরপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গনে ইসলামী যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক সুন্নী মাহফিলে হেফজ সমাপ্তকারী হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করেন সুন্নী মাহফিলে আসা প্রধান অতিথি আশেকে রাসুল হযরত মাওলানা ক্বারী মিজানুর রহমান আজিজি সুন্নী আল-কাদরী ও নুরপুরের বিশিষ্ট মুরুব্বী সাবেক ফুটবলার আক্তার হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,জাতীয় দলের সাবেক ফুটবলার ও চার গ্রামের সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন,সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ্ব আব্দুল মন্নাফ,লাল মিয়া সরদার,মাসুদ চৌধুরী,সাহাবুদ্দিন মিয়া,মীর আবু তাহের,আব্দুল মন্নাফ,অলি হোসেন লেচু,আরিফ হোসেন খোকন,সাংবাদিক এস এইচ টিটু,সামছু মিয়াসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলামন উপস্থিত থেকে ওয়াজ মাহফিল শুনেন।
উল্লেখ্য যে, নূরপুর আব্দুল মন্নাফ সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে পবিত্র কুরআন শরীফ হাফেজ সমাপ্তকারী হাফেজ মোহাম্মদ সোহান,হাফেজ মোহাম্মদ খায়রুল,হাফেজ রতন এই তিন জন হাফেজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পড়িয়ে দেওয়া হয়।