নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকীকে বিদায় ও নবাগত সচিব আমিনুল ইসলামকে বরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
বুধবার সকালে নবীগঞ্জ পৌর পরিষদের উদ্যোগে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র-২ শাহ রিজভী আহমদ খালেদ, প্যানেল মেয়র-৩ যতিকা রানী দাশ, বিদায়ী সচিব নুরে আলম সিদ্দিকী, নবাগত সচিব আমিনুল ইসলাম, কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, কাউন্সিলর রুহুল আমীন রফু, কাউন্সিলর এটিএম সালাম, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর সন্তোষ দাশ, সংরক্ষিত কাউন্সিলর জাকিয়া আক্তার লাকী, রেখা রানী আচার্য্য, শহীদুল ইসলাম, শেখ জালাল উদ্দিন, সরাজ মিয়া, আবু মুছা, বনানী রানী দাশ, এলেমান চৌধুরী, আবু বক্কর ও প্রফুল্ল দাশ প্রমূখ।
সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইকবাল আহমদ। গীতা পাঠ করেন সুকেশ চক্রবর্ত্তী। এ সময় বিদায়ী ও নবাগত সচিবের উদ্দেশ্যে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। এর আগে বিদায়ী সচিব ও নবাগত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর পরিষদ। এবং বিদায়ী সচিবকে পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন মেয়র সহ অন্যান্য নেতৃবৃন্দ।