চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি অন্তর্গত ঐতিহ্যবাহী ফুলবাড়ী গ্রামে আঞ্জুমানে আশেকানে রাসূল (দঃ) কমিটির উদ্যোগে মুর্দাগনের ইছালে সাওয়াব উপলক্ষে ৪র্থ বার্ষিকী সুন্নী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
আগামী ৮ ফেব্র“য়ারী বুধবার বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুন্নী মাফফিল অনুষ্ঠিত হবে। এতে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে ও মাওলানা ক্বারী নুরুল আমিন ও ক্বারী আছকির মিয়ার যৌথ পরিচালনায় উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মধুর কন্ঠের অধিকারী আশেকে রাসূল আল্লাম মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী, ঢাকা। প্রধান বক্তবা হিসেবে ওয়াজ ফরমাইবেন পীরে কামেল মোফাচ্ছিওে কোরআন, উস্তাদুল উলামা ও চুনারুঘাট হাজী আলিম উল্লা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লা, এ,কে আফছার আহামদ তালুকদারসহ আরোও স্থানীয় ওলামায়েকেরাম উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন।
উল্লেখ্য যে, চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন ‘তাজুল ইসলাম শিক্ষা ট্রাস্টে’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক দুবাই প্রবাসী মোঃ তাজুল ইসলামের অত্র সংগঠন এবং সকল সদস্যগনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী বুধবার উক্ত ওয়াজ মাহফিলে সকল শ্রোতাদেরকে অংশগ্রহণ করার জন্য স্বাদর আমন্ত্রন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।