চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রতি বছরের ন্যায় চুনারুঘাটে আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ৩ দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক পবিত্র তাফসীরুল কুরআন সুন্নী মহাসম্মেলন ২০১৭ আজ থেকে শুরু হবে।
সোম, মঙ্গল ও বুধবার পৌর শহরের দক্ষিন বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে উক্ত সুন্নী মহাসম্মেলনের আয়োজন করা হয়ছে।
চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ও আ’লা হযরত ইসলামী যুব কল্যাণ পরিষদের সভাপতি ও সাংবাদিক এসএম সুলতান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন মোফাচ্ছিরে কুরআন, শায়খুল হাদীস আল্লামা আলহাজ্ব আবুল কাশেম নূরী।
তাফফসীর পেশ করবেন মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব অধ্যক্ষ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মোজাহেদী, মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব খতিব, জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চট্টগ্রামের আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী, মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মোফাচ্ছিরে কুরআন আলহাজ্ব সোলাইমান খান রাব্বানীসহ আরোও স্থানীয় ওলামায়েকেরাম ওয়াজ ফরমাইবেন। সুন্নী মাহফিলে আপনারা দলে দলে যোগদান করুণ। রাসূল (দঃ) এর আদর্শে জীবন গড়ার শপথ নিন।