নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুই গ্রাম দেবপুর ও বীরসিংহপাড়ার ২০৫টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ওই পরিবারগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাউছার আহমেদের পরিচালনায় ও আওয়ামী লীগ নেতা ফারুক আহম্মেদ পারুলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী।
অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহম আলী, নয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বর্মন, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, শিক্ষক ফারুক আহম্মেদ, অহিদ হোসেন, নিজাম উদ্দিন, ফরাশ উদ্দিন, তাজুল ইসলাম, রফিকুল ইসলাম এনু, হিরণ মিয়া, এনামুল হক, হাজী তাহের, ইউ/পি সদস্য বাহার মিয়া ও ছাত্রলীগ সভাপতি সোহেল মিয়া প্রমুখ।