রাজনীতির এই দ্বন্ধ
কবে হবে বন্ধ
চারিদেকে শুধু গন্ধ আর গন্ধ
মানুষ পুরার।
কেন নেই আজ এ দেশে
মানুষের মূল্য
পশুর জীবনের সাথেও আজ
যায় না দেয়া মানুষের জীবনের তুল্য।
রাজনীতিবিদরা কেন এত নরাধম
রাজনীতিতে ভাল মানুষ কেন এত কম
বন্ধ হয়ে যাচ্ছে দম
এদেশের আম জনতার।
আন্দোলনের নামে জ্বলছে দোকান
জ্বলছে গাড়ি
ক্ষমতার মসনদ নিয়ে কেন
সবার
এত কাড়াকাড়ি,
কেউ মারে পেট্টোল বোম
কেউ করে মানুষ গুম,
এবাভেই চলছে
নষ্ট রাজনীতির ধুমধুমাধুম।
কেউবা মিডিয়ার সামনে করে
মধুর বুলি
আড়াল থেকে সে তারাই
করে আবার গুলাগুলি।
এরকম নষ্ট রাজনীতির ফলে ফলে
আমরা যাচ্ছি জ্বলে জ্বলে।
এভাবে জ্বলার চেয়ে দাওনা
জ্বালিয়ে পুরো দেশটা
তাহলে হয়তো
হবে শেষটা।
লেখক,শামছুল ইসলাম মিটুন