নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে শেষ হলো উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে দু’দিন ব্যাপী আন্তঃ প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
মঙ্গলবার বিকালে উপজেলা হল রোমে সমাপনী অনুষ্টানে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে এবং শিক্ষক মোঃ আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমান, খোর্শেদ আলম, সায়মা সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সভাপতি দীপ্তেন্দু নারায়ন রায়, সিঃ যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, সহ সভাপতি শাহিনুর আক্তার চৌধুরী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শিক্ষক পলাশ রতন দাশ, সমিরন দাশ, আলী আমজাদ মিলন প্রমূখ।
পরে অনুষ্টানের প্রধান অথিতি প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, দু’দিন ব্যাপী উক্ত প্রতিযোগিতায় ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।