প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫ ও ৬ নং ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সম্মানিত সহ সভাপতি জনাব মো: কুতুব উদ্দীনের পিতা শেখ মো: জহির উদ্দীন(৭০)ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত মঙ্গলবার সন্দ্বায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুম শেখ মো: জহির উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো: মহসিন ভুইয়া ও বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো:আব্দুল মোতাকাব্বির।
এক শোকবার্তায় তারা বলেন, মরহুম শেখ মো: জহির উদ্দীনের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা নসিবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি সাথে সাথে তার শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি এবং তাদেরকে ধৈর্য্য ধারণের তৌফিক দানের জন্যও আল্লাহর কাছে দোয়া করছি।