নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও গ্রামে জাকজমকভাবে বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্টানমালার মদ্য দিয়ে উক্ত পূজাকে কেন্দ্র করে পূজারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
নবীগঞ্জ ওসমানী সড়কের উদয়ন সংঘ,পৌর এলাকার কানাইপুর তরুন সংঘ,বেগমপুর ফাইভ স্টার যুব সংঘ,নাদাপুর উচ্চ বিদ্যালয়ের হিন্দু ছাত্র-ছাত্রী বৃন্দ,বীনাপানি যুব সংঘ,গোবিন্দ জিউড় আখড়া পূজা,ত্রিনয়না পূজা সংঘ,দেবী পূজা সংঘসহ উপজেলায় ৫ শতাধিক পূজা মন্ডপে জাকজমকভাবে পূজা অনুষ্টিত হবে।