আজিজুল হক নাসিরঃ হউক না চৈতের প্রচন্ড দাবদাহ কিংবা পৌষের কনকনে শীত। রোজ একই রোটিনে তিনি হেঁটে চলেছেন গোছাপাড়া, বনগাঁও, হারাজুরা, গঙ্গানগর থৈগাও, গেরারুক গ্রামে। ভোর থেকে সন্ধ্যা অবদি।
রোদ-বৃষ্টি থেকে বাঁচার জন্য বগলে ছাতা আর হিসাব নিকাশ ঠিক রাখার জন্য একটি পকেট বই আর একটি কলম।পায়ে জুতা নেই। জুতা পরে হাঁটতে উনার ভাল লাগেনা।
প্রতিদিন গড়ে দশ থেকে পনের কিলোমিটার হাঁটতে হয়। বয়স তাঁর ৮৬ বছর। তবু হেঁটে চলতে তাঁর কোন অসুবিধা হয় না। টানা ষাট বছর এভাবে হাঁটার অভিজ্ঞতা। বৃটিষ আমলে বাবার কাছ থেকে যৎ সামান্য পড়ালেখা শিখেছিলেন।
তাকে পূঁজি করেই শিশু থেকে ২য় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে শিখিয়ে চলেছেন স্বরবর্ণ, ব্যন্জনবর্ণ,যোগ-বিয়োগ আর গুণ-ভাগ।তা থেকে অর্জিত অর্থ দিয়েই চলছে তার ছোট সংসার। একটি মাত্র মেয়ে ছিল তাকে বিয়েও দিয়েছেন এ রোজগারের অংশ থেকেই।
এই পরিশ্রমী,সহজ-সরল মানুষটির নাম শ্রী সুনিল দেব নাথ। বাড়ী চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের( কাঁঠাল বাড়ি)।তার বাবা প্রয়াত কবি দীনেশ রন্জন দেব নাথ। জন্ম ১৩৩৭ বাংলা। তিনি সকলের আশির্বাদ প্রার্থী।।