বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার উজিরপুর গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
রবিবার বিকালে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের জাহির মিয়ার ছেলে।
জানাযায়, ওই গ্রামের জাহির মিয়ার সাথে একই গ্রামের মোজাক্কির মিয়ার জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সাখাওয়াত হোসেনের ছেলে মোজাক্কির মিয়া দা দিয়ে কুপিয়ে সাগরকে আহত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।