বানিয়াচং প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ-প্রবীণ বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সনজু দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান খান আসাদ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, এসএমসির সদস্য সুফিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হাফিজুর রহমান, ইত্তেফাক হোসেন, রিংকু দেব। অনুষ্ঠানের এক ফাঁকে জেএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের ছাত্রী শেখ মারিয়া বক্স। নবীন বরণ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমতিয়াজ সুলতান ও গীতা পাঠ করেন প্রসেনজিৎ বণিক বাপ্পা।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৌলভীবাজার থেকে আগত শিল্পী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।