নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে গাঁজাসহ দুদু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌধুরী বাজার ফাঁড়ি পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। সে বানিয়াচঙ্গ উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
ফাঁড়ির এসআই কবিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের উত্তর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে দুদুকে আটক করে।এ সময় তার কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে যাচ্ছিল।