বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টা উপজেলা যুবলীগ কার্যালয়ে উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান-অলির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ মুশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা আওয়ামীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ ফরিদ মিয়া তালুকদার।
বক্তব্য রাখেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মুজাহিদ মিয়া, আব্দুল কাইয়ুম, সানোয়ার আব্দাল, আব্দুল আওয়াল মিন্টু, জামাল হোসেন আলাল, শামীম আহমেদ, শহিদ মিয়া, আলাউদ্দিন, ফজলুর রহমান, গিয়াস উদ্দিন, হারুনুর রশিদ, আব্দুল হাই, লাল ফারুক, পারভেজ মোশাররফ, সাইফুর রহমান জুয়েল, আব্দুল মতিন।
উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, শফিক মিয়া, নিজাম উদ্দিন, ফারুক মিয়া, আব্দুল হাই, তোফায়েল আহমেদ, সুজাদ মিয়া প্রমুখ।
সভা শেষে শাহ এ এম এস কিবরিয়া সহ অন্যান্য নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।