আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউনিয়ন জাতীয় যুব সংহতির উদ্যোগে জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিয়ে উপজেলার আমুরোড বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বাদ সন্ধ্যা ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি বশির আহমেদ দেওয়ান এর সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল দুলালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য লায়ন আহাদ ইউ চৌধুরী শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মুহিত আহমেদ চৌধুরী,যুগ্ন সাধারণ সম্পাদক শামসুল আলম ফুল মিয়া,কৃষি বিষয়ক সম্পাদক যুবরাজ ঝরা, ইউনিয়ন সভাপতি আঃ মন্নান,সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ রউফ মেম্বার,সহ সভাপতি ওয়াহিদ ভূঁইয়া,জেলা জাতীয় যুব সংহতির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাশার হেলাল,চুনারুঘাট পৌর যুব সংহতির সভাপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক সেলিম আহমেদ,ইউনিয়ন কৃষক পার্টির সভাপতি আঃ রহিম প্রমূখ। সভায় বশির আহমেদ দেওয়ানকে আহবায়ক,আঃ হান্নানকে যুগ্ন আহবায়ক ও সদস্য সচিব করে আগামী দিন মাসের মধ্যে ইউনিয়ন যুব সংহতির কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।সভায় সকল বক্তারাই নিজ ইউনিয়নে ঝিমিয়ে পড়া জাতীয় পার্টিকে পূনরায় জাগিয়ে তোলায় আবুল বাশার হেলালের ব্যাপক প্রশংসা করেন।