মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট(হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট সরকারি কলেজে ৪ বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে।
চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু হওয়াতে চুনারুঘাটবাসীর দীর্ঘ দিনের একটি স্বপ্ন পূরণ হয়েছে।
গত ১৯জানুয়ারী গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ মোঃ শামসুদ্দীন ইলিয়াছ স্বাক্ষরিত এক পত্রে চুনারুঘাট সরকারি কলেজে ৪ বিষয়ে অনার্স কোর্স চালু হয়েছে মর্মে চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ অসিত কুমার পালকে জানানো হয়েছে।
বিষয় গুলো হচ্ছে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা। প্রতি বিষয়ে ৫০টি আসন সংখ্যা বরাদ্ধ করা হয়েছে।
অনার্স কোর্স চালু হওয়ায় চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও চুনারুঘাটবাসী হবিগঞ্জ-৪(চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডঃ মাহবুব আলী ও চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, আগামী ১ফেব্র“য়ারী থেকে চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্সে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হবে।